Khoborerchokh logo

গাজীপুরে মসজিদের টাকা আত্নসাৎ এর সংবাদ প্রকাশের কারনে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি । 363 0

Khoborerchokh logo

গাজীপুরে মসজিদের টাকা আত্নসাৎ এর সংবাদ প্রকাশের কারনে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি ।

রনি আহম্মেদ
গাজীপুরে মসজিদের টাকা আত্নসাৎ এর সংবাদ প্রকাশের কারনে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি ।         

একজন সংবাদকর্মীর কাজই হলো সত্যকে তুলে ধরা, আর সেই সত্যকে তুলে ধরলেই প্রাণনাশের হুমকি।
গাজীপুরের তেলিপাড়া মসজিদের দানের টাকাসহ অন্যান্য টাকা আত্মসাৎ ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম গাজীপুর জেলা কমিটির সভাপতি, মোঃ আব্বাস উদ্দিন কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। উক্ত মসজিদের ক্যাশিয়ার রনি সরকার (৩২) পিতা- মৃত আফাজ উদ্দীন সরকার সাং- তেলিপাড়া ওয়ার্ড নং-১৮, থানা-বাসন। গাজীপুর মহানগরীর তেলিপাড়া "স্বরুপ উদ্দিন সরকার জামে মসজিদের" দানের টাকাসহ, অন্যান্য টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার না করিয়া লুটপাট করে হাতিয়ে নিজের পকেট ভরেছে  এতদিন যাবত।  এবং কি মসজিদের নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ব্যাংকে টাকা না রাখিয়া নিজে আত্মসাৎ করার ঘটনাকে কেন্দ্র মসজিদ কমিটিরা সহ স্থানীয়দের সাথে মনমালিন্যে সৃষ্টি হয়। উক্ত  ঘটনা আনন্দ   টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ আব্বাস উদ্দিন জানতে পেরে  তিনি  সরোজমিনে ঘটনাস্থলে যায়। এরপর মসজিদ সকল কমিটি সহ স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করেন।ঘটনার সত্যতা জেনে, মসজিদের কমিটিসহ এবং আশেপাশের   লোকজনের সাক্ষাৎকার নিয়ে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে আনন্দ টেলিভিশনে ২৯শে জুন ২০২০ইং তারিখে এর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর থেকে, রনি সরকার তার সহযোগী অজ্ঞাত নামা লোকজন নিয়ে সাংবাদিক আব্বাস উদ্দীন কে বিভিন্ন সময় ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। এবং প্রকাশ্যে  মানুষের কাছে দৌনিক দিন বলে বেড়াচ্ছে, ওর সাংবাদিকতার দড় কতদূর আমি সেটা দেখে নিব।  গত ০১/১১/২০২০ ইং তারিখে সকাল অনুমান ১০. ঘটিকার সময়, সাংবাদিক আব্বাস উদ্দীন স্থানীয়ভাবে জানতে পারে, রনি সরকারের বিরুদ্ধে নিউজ করার কারনে। আব্বাস উদ্দীন কে যেখানে পাবে সেখানেই মারপিট করিয়া সাংবাদিকতা শিখিয়ে দিবে। এমনকি তাকে মিথ্যা মামলা দিয়ে জেল,হাজতে  বাস করাবে বলে মানুষের কাছে বলাবলি করছে।

তাই আনন্দ টেলিভিশন এর গাজীপুর মহানগর প্রতিনিধি আব্বাস উদ্দিন।
বর্তমানে তার জানমালের বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ভেবে। তার জীবনের নিরাপত্তা চেয়ে,০৩/১১/২০২০ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) বাসন থানায় সাধারন ডাইরী করে,ডাইরী নং-১০৩।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com